পিবিএ,জামালপুর: বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রুপালী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে উপজেলা প্রসাশনের সহযোগীতায় শনিবার বিকালে গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রুপালী ব্যাংক এর ধর্মকুড়া বাজার শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী, রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবদুল কাদের জিলানীসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
পরে উপজেলার চিনাডুলী,কুলকান্দি,বেলগাছা ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে জনপ্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আল, ১ কেজি ডাল, ১ কেজি তৈল, ১ কেজি লবণ ও ৫টি করে খাবার স্যালাইন দেওয়া হয়।
পিবিএ/আব্দুল্লাহ আল লোমান/এসডি