পিবিএ,মাগুরা: হত্যাকান্ডের ২০ বছর পর মাগুরার আলোচিত নাট্যকর্মী টুলু হত্যা মামালার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমন মোল্ল্যা ওরফে সুকমানকে (৪৮) শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন মোল্ল্যা ওরফে সুকমান শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত আশরাফ মোল্যার ছেলে। সে একাধিক হত্যা ও বিভিন্ন মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী আহম্মেদ মাসুদ জানান, গ্রেপ্তারকৃত আসামী সুমন মোল্যা ওরফে সুকমান ২০০০ সালে মাগুরা সদরের পারলা গ্রামের বাসিন্দা নাট্যকর্মী টুলুকে দিনদুপুরে শহরের সৈকত হোটেল এলাকায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাকান্ডের পর থেকেই পালাতক ছিল আত্মগোপনে চলে যায়। পরবর্তিতে ২০০২ সালে সুমন মোল্ল্যা ওরফে সুকমানের অনুপস্থিতিতে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে স্থানীয় সাচিলাপুর বাজার থেকে ২০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী সুমন মোল্লা ওরফে সুকমানকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
নাট্যকর্মী টুলু হত্যা মামালা ছাড়াও ২০১৫ সালের উপজেলার কচুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী নিরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামীসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী সুমন মোল্লা ওরফে সুকমানের। আজ শনিবার দুপুরে মাগুরার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তাকে মাগুরা কারাগারে প্রেরণ করেন।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি