পিবিএ,কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য নির্মানাধীন আবাসনের একতলা ভবন ছাদ থেকে পরে গিয়ে মোতালেব হোসেন (৬৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামে এ ঘটনা ঘটে। তার বাড়ী বরগুনার জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। সে ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের অধীনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মোতালেব হোসেন আবাসনের কাজ করতে একটি একতলা ভবনের উপরে ওঠেন। এসময় তিনি পা পিচলে নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি ইউইডি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানে হবে বলে তিনি জানিয়েছে ।
পিবিএ/উত্তম কুমার হাওলাদার/এসডি