পিবিএ,কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ত্রিশ হাজার পোনা মাছ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় বিভাগীয় মৎস্য উপ-পরিচালক আনিচুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগবন্ধু মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন শিমা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় এ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
পিবিএ/উত্তম কুমার হাওলাদার/এসডি