পিবিএ,পাঁচবিবি(জয়পুরহাট): শনিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং ২১শে আগষ্টের শহীদের উদ্দেশ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড. মোঃ সামছুল আলম দুদু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মোঃ মহিরউদ্দিন মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান যুগ্ম সম্পাদক জিহাদ মন্ডল পমূখ।
পিবিএ/মোঃ বাবুল হোসেন/এসডি