পিবিএ,বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরসহ ১৩ উপজেলার বেসরকারী সংস্থার ফুলবাড়ীর বেসিক এনজিওর কার্যালয়ে আদিবাসীদেরকে নিয়ে ধর্ম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সারি-সারণা গাঁওতার আহব্বায়ক চুন্নু টুডু।
শনিবার সকাল ১১টায় ফুলবাড়ীর বেসিক সংস্থার কার্যালয়ে সারি-সারণা গাঁওতা ধর্ম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজনে ছিলেন বেসিক সংস্থা। সারি-সারণা গাঁওতা ধর্ম বিষয়ক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রমেশ হাঁসদা পার্বতীপুর, নরেশ হেমব্রম যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ সারি-সারণা গাঁওতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসিক এনজিও নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, সারি-সারণা গাঁওতা ধর্ম সনাতন থেকে আলাদা।
তাদের প্রধান উপাসনালয়ে মাঝি স্থান এবং প্রধান সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান সহরাই এবং বাহা। বর্তমান সরকার আদিবাসীদের দাবি অন্যান্য ধর্মাবলী জনসাধারণের জন্য সরকারি যে সুযোগ সুবিধা ধর্মীয় অনুষ্ঠানে প্রদান করে থাকেন সারি সারণা গাঁওতা ধর্মাবলী মানুষদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে প্রদান জন্য করার আহ্বান জানান।
বিরামপুর উপজেলার বাবুরাম মার্ডী, ফুলবাড়ী আদিবাসী ছাত্রনেতা রাজেন মার্ডী, পার্বতীপুর ছাত্রনেতা একরাম টুডু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রনেতা সাগর টুডু, কাহারোল উপজেলার সারি-সারণা গাঁওতা নেতা সুনিল হাঁসদা, চিরিরবন্দর উপজেলার সাবিনা হেমব্রম।
পিবিএ/মোঃ জাহিনুর ইসলাম/এসডি