পিবিএ,গাইবান্ধা: গাইবান্ধায় পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়ীর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তার চুরি অভিযোগ উঠেছে। জানা গেছে, সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে পূর্ব রাধাকৃষ্ণপুর গ্রামে এনামুল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার সাইদ আলীর ছেলে সাদ্দাম মিয়া সাথে বিরোধ চলে আসছে।
এই জের ধরে গত ২৮ আগস্ট প্রকাশ দিবালকে বসতবাড়ীর বিদ্যুত বিচ্ছিন্ন করে তার চুরি করে নিয়ে যায় সাদ্দাম মিয়া ও তার দলবল। চুরিকরাকালে কিছু তার ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে যায় যাতে পথচারীসহ পরিবারের লোকজন পরবর্তীতে বিদ্যুতে স্পৃর্শ হয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে অভিযোগ ভুক্তভুগী এনামুল হোসেনের। এদিকে সাদ্দাম হোসেনের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে মিথ্যা অভিযোগে হয়রারি করার চেষ্টা করা হচ্ছে।
পিবিএ/আশরাফুল ইসলাম/এসডি