মশিউর রহমান টুটুল,ইসলামপুর(জামালপুর): জামালপুরে ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে রবিবার সকালে গাইবান্ধা ইউনিয়ন পরিষদ বাজার মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম, যুগ্ম সম্পাদক ও উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, ত্রান সম্পাদক আঃ খালেক আকন্দ,১০নং গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আনছারী,শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম,বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদুল হক খান মাসুম,উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক,উপজেলা যুবলীগের সভাপতি আকরামুল হক হিরু,বাংলাদেশ জামালপুর জাতীয় বিদ্যুৎ পিডিপি শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আল-মামুন,
উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামন রাজু,ইসলামপুর উপজেলা শাখার সাবেক ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক জিয়া,ছাত্রলীগের সভাপতি রকিব উদ্দিন আহমেদ,
প্রমূখ।ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক সর্দারের সভাপতিত্বে ১০নং গাইবান্ধা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আ:কুদ্দুছের সঞ্চালনায়
ইউনিয়ন আওয়ামী লীগ ১০নং গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ,পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণত সম্পাদক আছাদুল হক দুলাল,আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সর্দার বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়নের সহযোগী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তরা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যার কারনে বাংলাদেশে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ধীরে ধীরে সোনার বাংলা হিসেবে গড়ে উঠেছে। দেশ হয়েছে ক্ষুদা ও দারিদ্র মুক্ত। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তি প্রদানের দাবী জানান তিনি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে সকলকে কাজ করার জন্য আহবান জানান তিনি।
পিবিএ/এসডি