মোদির সঙ্গে পররাষ্টমন্ত্রীর সাক্ষাৎ

পিবিএ, ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্টমন্ত্রী ড.এ.কে.আবদুল মোমেন।

দিল্লি সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এ বৈঠক করেন। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়।

এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় নরেন্দ্র মোদি ড. মোমেনকে অভিনন্দন জানান। এবং তার প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে নির্বাচন করায় প্রশংসা করেন। নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত রাতে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

সদ্য সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নয়া পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফরে ভারতের সঙ্গে ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে ঢাকা-দিল্লি কাজ করছে। অবশ্য বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনেক বিষয়ে আলোচনা হবে, সমঝোতা স্বাক্ষরিতও হতে পারে।

পিবিএ/এমটি/জেডআই

আরও পড়ুন...