পিবিএ,আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে প্রেমের টানে প্রেমিকার ঘরে গিয়ে ধর্ষণ মামলার আসামি হয়ে এখন শ্রী ঘরে এক বালক। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে উপজেলার বাঁকিওলমা গ্রামে।
জানা যায়, ওই গ্রামের নূরুল ইসলামের মেয়ে নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীর সাথে বেশ কিছু দিন পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র বিপ্রবোয়ালিয়া গ্রামের প্রবাসী আমান খলিফার ছেলে তারিকুল ইসলাম (১৬)।
এদিকে প্রেম ও বিয়ের প্রলোভন দিয়ে কিশোরী মেয়ের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে তারিকুল। এরই এক পর্যায় গত শুক্রবার দিবাগত গভীর রাতে তারিকুল ওই মেয়ের বাড়িতে গিয়ে জোরপূর্বক মেয়ে সাথে দৈহিক মেলামেশা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে দিনভর বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা এবং রফাদফা করতে ব্যার্থ হওয়ায় পুলিশকে সংবাদ দিলে শনিবার বিকেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, এ ব্যাপারে মেয়ের মা আমেনা বেগম বাদি হয়ে আত্রাই থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেছেন। এ মামলার ভিত্তিতে আমরা মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরন করেছি। গত রোববার প্রেমিক আসামি তারিকুলকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/নাজমুল হক নাহিদ/এসডি