প্রধানমন্ত্রীর সহায়তা চান বঙ্গবন্ধু ভক্ত অসুস্থ মোস্তফা ফকির

Mostofa

পিবিএ ডেস্ক : জীবনভর বঙ্গবন্ধুর ভক্ত মো. মোস্তফা ফকির। আট বছর বয়সে মুক্তিযুদ্ধের সময় লক্ষ্মীপুরের রসুলপুরে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খাল ও নদী পার করাতেন তিনি। তখন থেকেই স্বাধীনতার নেতৃত্বদানকারী বঙ্গবন্ধুর ভক্ত হয়ে ওঠেন মোস্তফা। পিতা মৃত আবদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে মালির চাকরি করতেন। সেই সুবাদে তার বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৭ সালে মোস্তফা ফকিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লহ হলে মালির চাকরি পান। হলের স্টাফ কোয়াটারে স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পরও তিনি নিয়মিত সাউন্ডবক্সে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতেন। এ জন্য বিভিন্ন সময় তাকে বিরোধী পক্ষের হামলার শিকার হতে হয়েছে।

তিনি বলেন, ‘অষ্টম শ্রেণি থেকেই বঙ্গবন্ধুর ভাষণের ভক্ত আমি। অভাবের সংসারের মধ্যেও বড় সাউন্ডবক্স কিনেছি। উদ্দেশ্য একটাই আশপাশের মানুষকে বঙ্গবন্ধুর ভাষণ শোনানো।’ আওয়ামী সমর্থক কার্জন হল কর্মচারী ইউনিটের তিন বার যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের শাহবাগ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক। মোটামুটি সচ্ছল ছিল তার সংসার। তবে গত সংসদ নির্বাচনের আগে যাত্রাবাড়ীতে শ্রমিক লীগের এক জনসভায় অংশ নিতে যাওয়ার সময় বাসের সঙ্গে এক সড়ক দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায়। মাথায় আঘাত পান। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। পরে বাসায় ফিরলেও আর স্বাভাবিক ভাবে হাঁটতে পারেন না।

গত মঙ্গলবার শহীদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে মোস্তফা ফকিরের বাসায় গিয়ে দেখা যায় ঘরের দুই কক্ষের একটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো রয়েছে। কক্ষের এক প্রান্তে বড় সাউন্ডবক্স। মোস্তফা ফকিরের ডান পা ফোলা। মুখের এক পাশ অস্বাভাবিক রকম ফোলা। অসুস্থতার সুচিকিৎসা করার মত সামর্থ্য নেই তার। তাই চিকিৎসার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আবেদন জানান বঙ্গবন্ধু আর্দশের সৈনিক মোস্তফা ফকির।

পিবিএ/জিজি

আরও পড়ুন...