নড়াইলে শিশু ধর্ষক অপু’র ফাঁসির দাবিতে মানববন্ধন

পিবিএ,নড়াইল: নড়াইল পৌরসভার উজিরপুরে ৪ বছরের শিশু ধর্ষণকারী বখাটে অপু বিশ্বাসের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ঊষার আলো সমাজকল্যাণ সংঘ, নড়াইল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নড়াইল জেলা আলাদত চত্বরে বেলা ১০.৩০ মিনিটে কয়েক’শ লোকের উপস্থিতিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ধর্ষকের ফাঁসি চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধনে ঊষার আলোর সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য এ্যাডঃ রওশন আরা কবির লিলি, জেলা পরিষদ সদস্য নাজনীন সুলতানা রোজী, ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডঃ কাজী বশিরুল ইসলাম, ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা বি.এম মাহাবুর রহমান, ঊষার আলোর যুগ্ম সম্পাদক রিফাত শরীফ সহ নড়াইলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, দেশে একেরপর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে শিশুধর্ষণও ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। অথচ, ধর্ষিতার পরিবার ন্যায্য বিচার পাচ্ছে না। সোনার বাংলাকে ধর্ষণমুক্ত করতে হলে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন আয়োজনকারী সংগঠন ঊষার আলোর সভাপতি ও জবি শিক্ষার্থী মোঃ মিনহাজুল ইসলাম বলেন, একশ্রেণির আলেমরা বলে আসছে পর্দা না করার কারণে দেশে ধর্ষণ হচ্ছে। পর্দা না করাই যদি ধর্ষণের একমাত্র কারণ হয়, তাহলে চার বছরের শিশুকন্যা কেন আজ ধর্ষিতা হলো? তার ওপর কি পর্দা ফরজ ছিল? ধর্ষণ বন্ধে শুধু পর্দা করলেই হবে না, ধর্ষককে প্রকাশ্যে ক্রসফায়ার দেয়ার আইন করতে হবে।

তিনি আরও বলেন, নড়াইলকে কলঙ্কমুক্ত করতে হলে ধর্ষক অপুকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। নতুবা, এদেশের যুবসমাজ জনতার আদালতে ধর্ষকের বিচার করতে বাধ্য হবে; এবং সকল ধর্ষকদেরকে হত্যা করে কুকুর শৃখালের খাদ্য বানাবে।

উল্লেখ যে, নড়াইলে ঊষার আলো সমাজকল্যাণ সংঘ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...