নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিও বিভাগের শুভ উদ্ভোধন

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর বিভাগে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিও) মহিলা ও পুরুষ ওয়ার্ডের শুভ উদ্ভোধন করা হয়েছে। ১লা সেপ্টেম্বর ২০২০ রোজ মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় এর শুভ উদ্ভোধন অনুষ্ঠান স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ০১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী,সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, হাসপাতালের কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

জানা গেছে ২০১৯ সালের ২৩ মার্চ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় অত্র হাসপাতালে যোগদানের পর স্থানীয় এমপির সহযোগিতায় হাসপাতালের ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। ডাঃ অভিজিৎ রায় যোগদানের পর হাসপাতালের সেবার মান অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। পরিবেশের উন্নয়ন হয়েছে। হাসপাতাল বাউন্ডারীর ভিতর মসজিদ নির্মাণ, রোগীদের সাথে আসা স্বজনদের জন্য নামায ও খাবারের স্থান নির্মাণ, হাসপাতাল দালাল মুক্ত করণসহ স্বাস্থ্যসেবা মানুষের দৌর গোড়ায় অনেকটা পৌঁছে গেছে। উক্ত আইসিও বিভাগ চালুর ফলে এলাকার সর্বস্তরের রোগীদের জন্য অত্র হাসপাতালে উন্নত চিকিৎসা সহজ লভ্য হবে বলে ধারণা করা হচ্ছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...