pabna-map
আর কে আকাশ, পাবনা: পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সহ-সভাপতি ও নাহিদ বিড়ি ফ্যাক্টরির মালিক আব্দুল মজিদ বুধবার বেলা সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চিকিৎসার জন্য দুলাই বাসভবন থেকে সকালে সিরাজগঞ্জের খাজা এনায়েতপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উপদেষ্টা মজিবুর রহমান, সভাপতি হারিক হোসেন, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দুলাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ প্রমূখ।
একই সঙ্গে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পিবিএ/এসডি