পিবিএ,পাইকগাছা(খুলনা): পাইকগাছা -কয়রা মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সবকিছু করা উচিত। এ জন্য বাঙালী জাতির এ চেতনা ও আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুরর মতো তার যোগ্য কন্যা শেখ হাসিনা’র সরকার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আর মাঠ পর্যায়ে আমরা কর্মী হয়ে এ চেষ্টায় ভূমিকা পালন করতে চাই। এমপি বাবু- প্রধান অতিথি হিসেবে বুধবার দুপুরে পাইকগাছার জিরোপয়েন্টস্থ ফাতিমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদরাসার নির্মান কাজের শুভ উদ্বোধন কালে এসব কথা বলেন। তিনি নারী শিক্ষা ও ধর্মীয় শিক্ষা বিস্তারে এ অঞ্চলে নতূন এ মাদরাসাটি যথেষ্ট ভুমিকা রাখবে। আর এর জন্য তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
মাদরাসা প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ কওসার আলী গাজীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু,যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ,ঊপজেলা যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের শেখ জিয়াদুল ইসলাম কাউন্সিলর মোঃ তৈয়েবুর রহমান,মাদরাসার সহ-সভাপতি গ্রামীন সোলারের শেখ মো: ইব্রাহিম,আঃ খালেক, হাফেজ মাওঃ হান্নান ওমর, হাফেজ গাজী আব্দুল্লাহ, যুবলীগ নেতা আকরামুল ইসলাম,ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক,রায়হান পারভেজ রনি, সালাউদ্দিন কাদের সহ উপজেলা আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও মাদ্রাসার কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন।
পিবিএ/আশরাফুল ইসলাম সবুজ/এসডি