পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার নাগদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সমিতির মড়কা বাজারস্থ অফিস চত্বরে সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দাল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা এলজিইডি অফিসের সিও এবিএম শাহেদ,মেহেরপুর জেলা সমবায় অফিসের পরিদর্শক নুরুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন সমিতির সদস্য ও এলাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম,গাংনী উপজেলা সমবায় অফিসের প্রশিক্ষক নুরুজ্জামান,পরিদর্শক রুহুল কুদ্দুছ,নাগদা খাল পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সম্পাদক জুম্মা আলম,ক্যাশিয়ার ময়নাল হক,সদস্য জাহাঙ্গীর আলম,নাসির উদ্দীন, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সমিতির এক বছরের আয়-ব্যয়সহ সমিতির কার্যক্রম তুলে ধরেন সমিতির সভাপতি আব্দাল হক।
সব শেষে সমিতির এক বছরের লভ্যাংশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
পিবিএ/সাহাজুল সাজু/এসডি