পিবিএ,রাজশাহী: গত ২৪ ঘন্টায় রাজশাহীতে আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৪৬১২ জন প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হলেন। রাজশাহী জেলা প্রশাসনের নিয়মিত প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে আক্রান্তদের মধ্যে ১৩৭৭ জন হোম আইসোলেশন ও ১৬ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৫৮ জনসহ জেলায় এ পর্যন্ত মোট ৩১৭৭ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৪২ জন মৃত্যুবরণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পিবিএ/ওবায়দুল ইসলাম রবি/এসডি