পিবিএ,শেরপুর(বগুড়া): গণপরিবহনের যত সিট তত আসনে পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়েছে সরকার। সেই সাথে বেঁধে দেয়া হয়েছে কিছু শর্তও। তার মধ্যে অন্যতম হলো আসন সংখ্যার অতিরিক্ত তথা দাঁড়িয়ে রেখে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। এমন ঘোষণার পরও বগুড়ার শেরপুরের অনেক পরিবহণ অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ ছিল। বিশেষ করে বগুড়ার শেরপুর থেকে বগুড়ায় চলাচলকারী জনপ্রিয় সিটিং সার্ভিস করতোয়া গেটলকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছিল এ উপজেলার জনসাধারণ।
উক্ত অভিযোগের ভিত্তিতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ও বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি এবং যথানিয়মে ভাড়া নেয়া হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারিতে নামেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা।
(৩ সেপ্টেম্বর) সকাল থেকে পর্যন্ত তিনি বগুড়া, ধুনট, গোসাইবাড়ি অভিমুখী বিভিন্ন পরিবহনের চালকদের সাথে কথা বলে সরকারের নির্দেশনা মোতাবেক পূর্বের ভাড়া আদায় করার জন্য অনুরোধ জানান এবং করতোয়া গেটলক সার্ভিসের বাসগুলোতেও শেরপুর-বগুড়া ২৫ টাকা ভাড়া নির্ধারণ করে দেন। উপজেলা প্রশাসনের এমন নজরদারীতে স্বস্তির নি:শ্বাস ফেলার পাশাপাশি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এ উপজেলার জনসাধারণ।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার ভূমি জামশেদ আলম রানা বলেন, জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ০২ সেপ্টেম্বর বিকাল ৩ টায় করতোয়া গেটলক সার্ভিসের ভাড়া পুনঃ নির্ধারণের উদ্দেশ্যে বগুড়া জেলা মটর মালিক গ্রুপের সহ-সভাপতি তৌফিক হাসান ময়না ও শেরপুর উপজেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জনাব মোঃ সেলিম রেজার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবুর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক জনাব সাইফুল বারী ডাবলু সহ আরো অনেকে
পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি