চিলমারীতে মাতৃত্বভাতা নিতে এসে জমজ সন্তান প্রসব

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে মাতৃত্বভাতা নিতে এসে মোছা. দুলবি বেগম (৩৮) নামে এক প্রসূতি দুই ছেলে সন্তান প্রসব করেছেন। বৃহষ্পতিবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতকরা চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার দুপুরে উপজেলার নয়ারহাট ইউনিয়নের চর খেদাইমারী এলাকার আব্দুস সাত্তার আলীর স্ত্রী মোছা. দুলবি বেগম উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে মাতৃত্বভাতা নিতে আসেন। এ সময় হটাৎ প্রসব বেদনা উঠলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কয়েকজন প্রশিক্ষণার্থী ওই প্রসূতি মাকে ভবনের পেছনে নিয়ে যান। এ সময় তিনি দুটি ছেলে সন্তান প্রসব করেন। পরে মা ও নবজাতকদের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের মিড ওয়াইফ মোছা. সাবানা নাজনীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মা ও নবজাতক সুস্থ রয়েছে।

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক সৈয়দুজ্জামান জানান, উপরে মাতৃত্বভাতা প্রদানে ব্যস্ত থাকায় তিনি বিষয়টি পরে জেনেছেন। ওই প্রসূতি মায়ের দেখভালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

পিবিএ/এমইবি/এমএসএম

আরও পড়ুন...