পিবিএ,দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে মরিচা কোনপাড়া এলাকায় সড়কের উপরে নির্মিত ব্রীজের নীচ হতে মোঃ আরিফুল হোসেন (৩০) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোঃ আরিফুল হোসেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। শুক্রবার সকাল ১১টায় মরিচা ইউনিয়নের কোনপাড়া নামকস্থানের পাকা সড়কের উপর নির্মিত ব্রীজের নিচ হতে লাশটি উদ্ধার করে।
মৃত আরিফুল হোসেনের প্রতিবেশি মোঃ আনিসুর রহমান আসিন জানান, বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয় আরিফুল হোসেন। পরে রাতে তার মাকে ফোন করে ভ্যান বিক্রয় করার বিষয়টি জানান এবং মরিচা ইউনিয়নের ভবানীপুর এলাকায় আত্মীয় বাসায় থাকবেন ও সকালে বাড়ী ফিরবে বলেও জানিয়েছিল। কিন্তু সকালে এলাকাবাসীর কাছে তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে।
বীরগঞ্জ থানার এসআই মোঃ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।
পিবিএ/রফিকুল ইসলাম ফুলাল/এসডি