পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তিন থানার ওসিকে বদলি করা হয়েছে। এর মধ্যে দুই থানার ওসিকে রদবদল ও বাকি জনকে পুলিশ সুপার কার্যালয়ে যুক্ত করা হয়েছে।
এছাড়াও সহকারী পুলিশ সুপারের (এএসপি) শূন্য পদে দুজনকে পদায়ন করা হয়েছে। শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পুলিশ সুপার হাসিবুল আলমের সই করা এক আদেশপত্রে তিনজনকে বদলি করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমানকে এনায়েতপুর থানায় এবং এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজকে চৌহালী থানায় বদলি করা হয়েছে।
এছাড়াও চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাসকে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এই বদলি পুলিশের রুটিন ওয়ার্ক বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বেলকুচি ও উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের শূন্য পদে দুজনকে পদায়ন করা হয়েছে। এরা হলেন- উল্লাপাড়া সার্কেলে মো. মাহফুজ হোসেন ও বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার পদে সিদ্দিক আহমেদ ।
পিবিএ/সোহাগ হাসান জয়/এসডি