পিবিএ,পাইকগাছা(খুলনা): পাইকগাছায় খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে মা-বাবাকে অজ্ঞান করে টাকা-স্বর্নালঙ্কার নিয়ে স্কুল ছাত্রী অপহরনের অভিযোগে থানায় এজাহার দাখিল হয়েছে। ভিকটিমের বাবা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভাড়াটিয়া দীপক মন্ডল বাদী হয়ে স্থানীয় ভাড়াটিয়া আঃ ছাত্তার গাজীর ছেলে আছাদুল গাজী(২১),সবুর গাজীর ছেলে আলিম গাজী( ২২) ও তার স্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগটি করেছেন। এদিকে ঘটনার ৫ দিন পর ঔই স্কুল ছাত্রীকে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবুর রহমান রঞ্জুর সহযোগিতায় শুক্রবার সকালে থানায় হস্তান্তর করেন বলে ভিকটিমের পিতা-মাতা জানিয়েছেন।
এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ভিকটিমের পিতা দীপক ও তার স্ত্রী গোলাপী মন্ডল অপহরনকারী আছাদুল ও সহযোগিদের গ্রেপতারের দাবী করে জানান,আমাদের ১৩ বছর বয়সী মেয়ে পৌরসভার টাউন মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়ে। ব্যবসায়ীক কারনে প্রতিবেশি ভাড়াটিয়া ছাত্তার গাজী পরিবারের সদস্যদের আমাদের বাসায় যাতায়াত ছিল।
এর সুত্র ধরে তার ছেলে আছাদুল অন্যান্য সহযোগিদের মাধ্যমে গত ৩০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বাসায় ঢুকে খাবারের সাথে অদৃশ্য বিষ বা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। এ খাবার খেয়ে আমরা জ্ঞান হারিয়ে ফেলি। এ সুযোগে আছাদুল ও তার সহযোগিরা বাসার কাঁঠের বাস্ক ভেঙ্গে ব্যবসার ৩ লাখ টাকা,স্বর্নালঙ্কার সহ মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়া জানান, স্কুল ছাত্রীর মা-বাবা ক’দিন ধরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। যা এলাকার মানুষ অবহিত। ওসি মোঃ এজাজ জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিএ/আশরাফুল ইসলাম সবুজ/এসডি