দাবানল’র প্রয়াত সম্পাদক বাটুলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মেজবাহুল হিমেল, রংপুর: বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উত্তরাঞ্চলের সাংবাদিকতার বাতিঘর, বর্ষিয়ান রাজনীতিবিদ, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের মুখপত্র রণাঙ্গন, সাপ্তাহিক মহাকাল ও দৈনিক দাবানল এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুল এঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শনিবার বিকেল সোয়া পাঁচটায় রংপুর নগরীর মুলাটোলস্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, সহ সভাপতি মোনাব্বর হোসেন মনা, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যকরী সদস্য জাভেদ ইকবাল, রসিকের সাবেক কাউন্সিলর হাফিজ আহমেদ ছট্টু, রংপুর রিপোর্টার্স ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, সদস্য নুর হাসান চান, দাবানল এর বার্তা সম্পাদক জিএম জয়, লেদ শ্রমিক ইউনিয়ন, মটরশ্রমিক ইউনিয়ন, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দৈনিক দাবানল এর জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ মুলাটোল জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ হেলাল উদ্দিন। মিলাদ মাহফিলে শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলের আগে সকাল থেকে বিকেল পর্যন্ত বাসায় কোরআন খতমের ব্যবস্থা করা হয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...