পিবিএ,সুনামগঞ্জ: বিদেশি মদের চালান আটকের ঘটনায় সুনামগঞ্জের মাদক চোরাকারবারী নূর মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেন।
মাদক চোরাকারবারী নুর মিয়া জেলার দোয়ারাবাজার উপজেলার পূর্ব ঘিলাতলী গ্রামের মৃত ইছাক আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার ঘিলাতলী দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই গ্রামের নূর মিয়ার সবতঘর হতে ৩১ বোতল বিদেশি মদ জব্দ করেন শনিবার ভোররাতে।
এরপর ওই মাদক চোরাকারের সাথে জড়িত থাকায় নূর মিয়াকে আটক করা হয়।
আমদানি নিষিদ্ধবিদেশি মদ বসতঘরে নিজ হেফাজতে বিক্রির উদ্দেশ্যে রাখার অভিযোগে আটক নূর মিয়ার বিরুদ্ধে শনিবার দোয়ারাবাজার থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
পিবিএ/এসডি