পিবিএ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ৩ টি খালি ম্যাগজিন, ৫ রাউন গুলি, ৩ রাউন সর্টগানের কার্তুজসহ ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলার বিভিন্ন স্থানে অভিযানের সময় মুন্সীগঞ্জ ডিবি পুলিশ নাইন এমএম পিস্তল,৩ টি খালি কার্তুজ জব্দ করেছে সাথে তিনটি পিস্তলের ম্যাগজিনসহ ৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলিও উদ্ধার করেন। এদিকে তিন রাউন্ড কার্তুজসহ এর সাথে জড়িত ৪জনকে ডিবি পুলিশ আটক করেছেন।
মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথকভাবে চারটি অভিযান পরিচালনা করে। সেই অভিযানে গ্রেফতারসহ এই সমস্ত মালামাল উদ্ধার করেন। এই ব্যাপারে মুন্সীগঞ্জের সদর থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটি আলাদা আলাদা মোট চারটি মামলা রুজু করা হয়েছে।
শনিবারের বিশেষ অভিযান এ যাবৎ কালের মুন্সীগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর সবচাইতে বড় উদ্ধার বলে জানা যায়। ডিবি পুলিশের একটি টিম এস.আই সালাম, এস.আই রেজাউল এস.আই ফয়সাল এ.এস আই মাসুদ রানার নেতৃত্বে শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় মুন্সীগঞ্জের সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া গ্রামের জাহাঙ্গীরের বাড়ির পাশে রাস্তার ওপর থেকে (১) মো: পলাশ বেপারী (৩৩), পিতা নূর হোসেন বেপারী, গ্রাম ধামদপুহিত পাড়া, টঙ্গীবাড়ী উপজেলার (২) মো: পলাশ সেখ (৩৫), পিতা আব্দুস সালাম শেখ গ্রাম সোনারং দেউলবাড়ী থেকে এই দুইজনকে ডিবি পুলিশ ৫৪৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
পিবিএ/মো: আল মামুন/এসডি