পিবিএ,হিলি,দিনাজপুর: দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মটরসাইকেলসহ রুবেল হোসেন (২৮) নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
গত রাতে উপজেলার মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজধানী মোড় এলাকায় অভিযান চালিয়ে জেলার বিরল থানায় ১ সেপ্টেম্বর দ্বায়ের করা মামলা নং-০১ ও ধারা-৩৭৯ দন্ড বিধি সংক্রান্তে একটি ১০০ সিসি লাল রংয়ের হিরো হোন্ডা সহ রুবেলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও মটরসাইকেলটিকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত রুবেল হোসেন হলেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মাধববাটী গ্রামের মৃত হেকমতের ছেলে।
পিবিএ/সোহেল রানা/এসডি