পিবিএ, হাটহাজারী: হালদার মা মাছ ও ডলফিন রক্ষার্থে হাটহাজারী উপজেলা প্রশাসনের নেতৃত্বে
দিনব্যাপী বিশেষ অভিযান শনিবার(০৫ সেপ্টম্বর) সকাল ১১টা থেকে ২ টা
হালদা নদীর সাত্তার ঘাট
হতে নয়াহাট পর্যন্ত বিভিন্ন স্পট থেকে এক হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেন।
এ সময় ইঞ্জিন চালিত নৌকা বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করেন ইউএনও।
ইউ এনও রুহুল আমিন বলেন,অভিযানে মোট ১০টি ইঞ্জিন চালিত বালুর নৌকা জব্দ
করি।তাৎক্ষণিক ভাবে জব্দকৃত নৌকা অকেজো করা হয় যাতে তা পূনরায় আর বালু
উত্তোলনের কাজে ব্যবহার করতে না পারে। একদিনে সর্বোচ্চ সংখ্যক বালু উত্তোলনে
ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা অকেজো বা ব্যবহার অনুপযোগী করা হয়েছে বলে তিনি জানান।
এসময়ে এক বোট মালিক কে(মো জাফর,সাং- মেখল) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মচারী এবং আইডিএফ এর কর্মকর্তারা সহায়তা করেন।
পিবিএ/মোহাম্মদ হোসেন/এসডি