অবৈধভাবে পলিথিন উৎপাদন, ৫ প্রতিষ্ঠান সীলগালা

পিবিএ,ঢাকা: র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন দেবীদাস ঘাট এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পলিথিন উৎপাদন ও মজুদ করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় এবং বাজারজাত করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ০৫/০৯/২০২০ তারিখ ২১০০ ঘটিকা হতে ০৬/০৯/২০২০ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন দেবীদাস ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১।

জে কে এন্টারপ্রাইজ, ২। ফ্রেশ রোল, ৩। মেসার্স শাওন এন্টারপ্রাইজ, ৪। আনোয়ার এন্টারপ্রাইজ এবং ৫। নাম বিহীন একটি প্রতিষ্ঠান হতে ১ লক্ষ ২৭ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করে (যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা)। এই অবৈধ পলিথিন বিক্রয় এবং বাজারজাত করণের সাথে জড়িত ১। মোঃ বাচ্চু (৩০), ২। মোঃ শহিদুল ইসলাম (২৬), ৩। মোঃ রফিকুল ইসলাম (২৫), ৪। মোঃ মিজানুর রহমান (৩০), ৫। মোঃ আলাউদ্দিন (২৯), ৬। মোঃ উজ্জল (৩০), ৭। মোঃ আলামিন (২৩), ৮। মোঃ রাসেল (২৬), ৯। মোঃ রিপন (৪৫) এবং ১০। মোঃ শহিদ (৫০)দের গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানগুলো সীলগালা করে দেওয়া হয়।

ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ এই অবৈধ পলিথিন বিক্রয়, বাজারজাত করণ এবং এই পলিথিন হতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পণ্য উৎপাদন করে আসছে। যা মারাত্মক স্বাস্থ্য ঝুকি এবং পরিবেশ বিপর্যয়ের কারনও বটে।

উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...