পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাটের “কোভিড-১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখান-শিখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক গনশিক্ষা মন্ত্রলালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কতৃক গৃহীত কর্মসুচী মোতাবেক জেলা প্রশাসক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরী ফুল ইসলাম . উপজেলা চেয়ারম্যান এস,এম, সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাা মিল্টন চন্দ্র রায় প্রমুখ।
জানা গেছে, ইউনেসকোর উদ্যোগে ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দিবসটি প্রথমবারের মতো বাংলাদেশে উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করেন। সেই থেকে প্রতিবছরের ন্যায় এবাও এই দিনে জয়পুরহাটের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে এই উপলক্ষে মঙ্গলবার সকালে কভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা সহকারী কমিশনান (ভুমি) মিনহাজুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ইতিয়ারা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীষ চৌধুরী প্রমুখ।
পিবিএ.আবুবকর সিদ্দিক/এসডি