নয়ন চক্রবর্ত,বান্দরবান: ইয়াবার টাকা আদায় করতে বাংলাদেশী মোঃইউছুফ(৩২) নামে এক কৃষক’কে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)র বিরুদ্ধে।
সোমবার (৭সেপ্টেম্বর) বিকাল বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়ির নো-ম্যান্স ল্যান্ডের ৪৭নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
সে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ফু্লতলী ৯নং ওয়ার্ডের মো:সোলেইমানের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, কিছুদিন পূর্বে জারুলিয়াছড়ি এলাকার কয়েকজন ব্যক্তিকে বিক্রয়ের উদ্দ্যেশ্যে ইয়াবা ( মাদক) দিয়েছিলো মিয়ানমারের আনসার সদস্যরা। কিন্তু ইয়াবা ব্যবসায়ীরা টাকা পরিশোধ করেনি।তাই এই কৃষক’কে জিম্মি করে তাদের সাথে যোগাযোগ করে পাওনা টাকা আদায় করতে সম্ভবত ধরে নিয়ে গেছে মিয়ানমার আনসার সদস্যরা।
উক্ত কৃষক অপহরণের সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
পিবিএ/এসডি