হুমায়ূন স্যারের এমন কোন বই নেই যেটা পড়িনি : ঈশানা খান

Ishana

পিবিএ ডেস্ক : ব্যস্ত সময় পার করছেন মডেল-অভিনেত্রী ঈশানা খান। ভ্যালেন্টাইন ডে’তে তার তিনটি নাটক প্রচারের কথা রয়েছে। পাশাপাশি ‘খলনায়ক’ এবং ‘এক পা দু’ পা’ ধারাবাহিকের কাজ তো রয়েছেই। বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের কথাও এগোচ্ছে। পাশাপাশি, উপস্থাপনার অফারও রয়েছে তার হাতে। কিন্তু এখনই তিনি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না। প্রথমে ভালভাবে বুঝে দেখতে চান যে, উপস্থাপনা তার ওই তার জন্য কতোটা প্লাস হবে। তারপর করা বা না করার সিদ্ধান্ত।

কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একসঙ্গে অনেকগুলো কাজ করতে চাই না। এতে করে কাজের জন্য প্রোপার প্রস্তুতি নেওয়া যায় না। ভালও হয় না। তাই বরাবরের মতোই একটু বুঝেশুনে কাজ করছি। এ মুহূর্তে কাজের অফার তো অনেক আছে। কিন্তু একটু পারিবারিক কাজের ব্যস্ততায় আছি। তাই একটু বেছে বেছে কাজ করছি ব্যস্ততার ফাঁকেই।’

Ishana

বইমেলায় গিয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ গিয়েছিলাম। আমি বই পড়তে খুব ভালবাসি। হুমায়ূন স্যারের এমন কোন বই নেই যেটা পড়িনি। হুমায়ূন স্যার নেই বলে বইমেলায় গিয়ে নেই আনন্দ পাইনি। স্যারের বই ছাড়া বইমেলা আমার কাছে অসম্পূর্ণ মনে হয়।”

হুমায়ূন আহমেদের কোন চরিত্রে কাজ করতে আগ্রহী প্রশ্নে তিনি বলেন, ‘আমার প্রিয় চরিত্র রূপা। আমি ইতিমধ্যেই এই চরিত্রে কাজ করেছি।’

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...