মেলান্দহে আমান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পিবিএ,জামালপুর: নিরীহ, নিরপরাধ, কিশোর, আমান উল্লাহ আমানকে শ্বাসরোধ করে হত্যাকারী আত্মস্বীকৃত খুনী দাখিল ও তার সঙ্গীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছেন নিহত আমানের স্বজন এবং এলাকার স্বর্বস্তরের জনগণ।

মঙ্গলবার, মেলান্দহের দুরমুঠ ফুলতলা মোড়ে অনুষ্ঠিত মানব বন্ধনে অংশ নেন শত শত মানুষ।

এদিন মানব বন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, দুরমুঠ ইউপি চেয়ারম্যান. সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, স্থানীয় ইউপি সদস্য শাহীন, নিহতের মামা ফারুক আহম্মদ, যুব লীগ নেতা. সুমন, মুকুল খান, আঃ জলিল, করিম খান, ঠান্ডা মুন্সি প্রমূখ।

বক্তরা বলেন, হত্যাকান্ডের বিবরণ বা আলামত বলে এ খুন কারও পক্ষে একা করা সম্ভব নয়। এর সাথে আত্মস্বীকৃত খুনী দাখিলের ছাড়াও তার পরিবারের লোকজন ও সংঘবদ্ধচক্র জড়ীত থাকতে পারে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূল শাস্তি দাবি জানানো হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি।

উল্লেখ্য যে, জেলার মাদারগঞ্জ উপজেলার ভেলামারি গ্রামের মালেশিয়া প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে আমান উল্লাহ ভেলামারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। গেল কোরবানীর ঈদে সে মায়ের সাথে নানা বাড়ি দুরমুঠের সরুলিয়া গ্রামে বেড়াতে আসে। বেড়াতে এসে সে গত ১৫ অগাষ্ট হঠাৎ করে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয় যায় না। ঘটনার কয়েক দিন পর মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়রী করেন আমানের মা আলপনা বেগম।

এরই ঘটনা প্রবাহে গত শনিবার সন্ধ্যায়, আমানের নানা বাড়ীর কাজের বুয়ার ছেলে দাখিল (২৪) মেলান্দহ আত্মসমর্পণ করে আমানকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়। তার দেওয়া স্বীকারোক্তির ভীত্তিতে ওইদিন রাতেই পুলিশ সরুলিয়া মিয়া মসজিদের সেফটি ট্যাঙ্কি থেকে আমানের গলিত লাশ উদ্ধার করে। পরের দিন ময়না তদন্তের পর আমানকে তার গ্রামে বাড়ি ভেলামারিতে সমাহিত করা হয়েছে।

পিবিএ/আব্দুল্লাহ আল লোমান/এসডি

আরও পড়ুন...