ভোলায় অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

পিবিএ,ভোলাঃ দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিনে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাহিরের এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত অসহায় হয়ে পড়া প্রায় ২০০ পরিবারের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলার হাসান নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ভোলা কন্টিনজেন্টের কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার মো. নাজিউর’র নেতৃত্বে এ খাদ্য সামগ্রী অসহায় পরিবারের হাতে তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে ভোলা কন্টিনজেন্টের কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার মো. নাজিউর বলেন, দেশে মহামারী করোনা ভাইরাসের প্রভাব পড়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনী কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা মেঘনার জোয়ারের অস্বাভাবিক পানি বৃদ্ধি এলাকাগুলোর অসহায় ও দুস্থ পরিবারের মাঝেও খাদ্য সহায়তা সামগ্রী দিয়ে যাচ্ছি। আমাদের এ বিতরণ কার্যক্রম দেশে করোনা ও দুর্যোগ চলা পর্যন্ত অব্যাহত থাকবে।

পিবিএ/হাসনাইন আহমেদ হাওলাদার/এসডি

আরও পড়ুন...