ঝুঁকিপূর্ণ ভবনে চলছে আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের কার্যক্রম

পিবিএ,রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম। যেকোনো সময় ছাদ ধসে পরার শঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানান ইউনিয়নবাসী।

জানা যায়, আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের কার্যক্রম একতলা একটি পুরাতন ভবনে চলে। যেখানে একটি চেয়ারম্যানের কক্ষ, একটি সচিবের, একটি হিসাব সহকারীর এবং একটি হলরুম রয়েছে।
পরিষদের জন্মলগ্ন থেকেই একই ভবনে কাজ চলছে। নির্মিত ভবনটির ছাদ থেকে প্লাস্টার ও ডালাই খসে রড বেরিয়ে এসেছে।

ঝুঁকিপূর্ণ ভবনে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসের কার্যক্রম চলছে। ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘসময়ে অপেক্ষা করতে হয় সচিব, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদের। এছাড়া ইউনিয়নবাসীকে সেবা নিতে আসতে হয় এই ভবনে। দীর্ঘদিন থেকে এমন অবস্থা চললেও ভবনটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি।
ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে আধুনিক একটি ভবন নির্মাণের দাবি জানান ইউনিয়নবাসী।

আদিয়াবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম বলেন, সড়কের পাশে ইউনিয়ন পরিষদের জন্য নতুন একটি ভবনের জন্য ২৫ শতাংশ জায়গা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ইউনিয়নের পরিষদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চলে। এ সময়ে অনেকেই সেবা নিতে আসেন। যারা সেবা নিতে আসেন তাদের ঝুঁকিপূর্ণ ভবনের কারণে আতঙ্কের মধ্যে থাকতে হয়। ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত আধুনিক একটি ভবন নির্মাণের দাবি জানাই।

এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার শামীম ইকবাল মুন্না বলেন, এই ভবনটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মান প্রকল্প-৩ তে বাস্তবায়ন করা হয়েছে।

পিবিএ/অজয় সাহা/এসডি

আরও পড়ুন...