ধুনটে কৃষকের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ

পিবিএ,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫৩৩ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আমন ধানের চারা, মাসকলাই বীজ ও সার বিতরণ হয়েছে। এর মধ্যে ৩৩৩ জন কৃষককে জনপ্রতি এক বিঘা জমির পরিমান ধানের চারা এবং ২০০জন কৃষককে জনপ্রতি ৫ কেজি মাসকলাই, ৫ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়।

ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে কৃষকদের হাতে এসব প্রনোদনা তুলে দেয়া হয়।

কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুনজুরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিনূর ইসলাম ও জুয়েল হোসেন প্রমুখ।

পিবিএ/আবু সুফিয়ান/এসডি

আরও পড়ুন...