রায়পুরায় সীমানার বাহিরে বালু উত্তোলন করায় অর্থদণ্ড

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুরে শনিবার সন্ধ্যায় নদী থেকে নিদিষ্ট সীমানার বাহিরে ও নির্ধারিত সময়ের পূর্বে বালু উত্তোলন করার দায়ে নুরুনবী কে নগদ অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার জানান, নদী থেকে নিদিষ্ট সীমানার বাহিরে ও নির্ধারিত সময়ের পূর্বে বালু উত্তোলন করার দায়ে নরুনবী নামে একজনকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...