আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে করোনাভাইরাসে আক্রান্ত

পিবিএ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে। আপাতত নিজ বাসায় সেলফ-আইসোলেশনে থাকবেন আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার।

গত শুক্রবার মাদ্রিদের দলটির সব সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। পরদিন এক বিবৃতি দিয়ে সিমেওনের আক্রান্ত হওয়ার কথা জানায় ক্লাবটি। কোনো ধরনের উপসর্গ কোচের ছিল না বলে বিবৃতিতে জানায় তারা। চলতি সপ্তাহের শুরুর দিকে ক্লাবের একজন খেলোয়াড়ের পজিটিভ ফল আসায় সেগোভিয়ায় প্রাক-মৌসুমের অনুশীলন ক্যাম্প সংক্ষিপ্ত করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। এবার সেমিওনে ছাড়া আর কারো পজিটিভ আসেনি। আগামী মঙ্গলবার আরও একবার দলটির মূল দলের খেলোয়াড়দের পরীক্ষা করানো হতে পারে।

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগ খেলা আতলেতিকোকে দেরিতে লা লিগায় যোগ দেওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৭ সেপ্টেম্বর গ্রানাদা ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে দলটি। নিজেদের প্রথম ম্যাচে ডাগ-আউটে সিমেওনে থাকতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

সিমেওনে থাকতে পারবেন না কাদিসের বিপক্ষে বুধবারের প্রীতি ম্যাচে। সেই ম্যাচে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নেলসন ভিভাস।

আরও পড়ুন...