নড়াইলে দুইদিনে তিন খুন

পিবিএ,নড়াইল: নড়াইলে দুইদিনে ৩টি হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে নড়াগাতি থানায় ২টি এবং লোহাগড়া থানায় ১টি। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে ভাতিজার ভেলার (সড়কি বিশেষ) আঘাতে চাচা আব্দুল জলিল মুন্সী (৫২) নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সী উত্তর ডুমুরিয়া গ্রামের কালা মিয়া মুন্সীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ভাজিতা আয়নাল মুন্সী (৪২) পলাতক রয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকসানা খাতুন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আয়নাল তার চাচা আব্দুল জলিলের পাজরে ভেলা (সড়কি বিশেষ) ঢুকিয়ে দেয়। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে নাতিকে মারতে গিয়ে প্রাণ হারিয়েছেন নানী সরলা বিশ্বাস (৯৩)। সরলা পাখিমারা গ্রামের খগেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী। গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে যায়, শুক্রবার সকালে নাতি প্রসেনজিতের সাথে নানী সরলা বিশ্বাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সরলা নিজের শরীরে ভর দিয়ে চলা লাঠি উঁচিয়ে নাতি প্রসেনজিতকে মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে আঘাত পান। আহত সরলাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকসানা খাতুন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।
এদিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে একদল দূর্বৃত্ত। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তায় এলাকায় এঘটনা ঘটে। নিহত শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ঘটনার সময় রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে ঝড়ু ফকিরের বাড়ীর সামনে পৌচ্ছালে প্রতিপক্ষ সোহেল খানসহ দূর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে তৎক্ষনাত নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেন। রাত ৯ টায় সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বিভাস শর্মা তাকে মৃত ঘোষনা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দিঘলিয়া গ্রামের ঝড়ু ফকিরের ছেলে শিমুল ফকিরকে (২২)আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতা শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাতে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম, সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশসহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল করেছে লোহাগড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ।

পিবিএ/শরিফুল ইসলাম/এসডি

আরও পড়ুন...