রাজশাহীর প্রথম ফ্লাইওভার সংযুক্ত সড়কের কার্পেটিং এর কাজ শুরু

পিবিএ,রাজশাহীর: শিক্ষানগরী রাজশাহীর প্রথম ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ। বাকি ছিলো সংযোগ সড়কের কাজ। যদিও করোনাভাইরাসের কারণে কিছুটা পিছিয়ে গেলেও বর্তমানে ফিরেছে গতি। ফের দ্রুত গতিতে এগিয়ে চলেছে কাজ।

তার অংশ হিসেবে রোববার সকালে রাজশাহী নগরীর চৌদ্দপাই এর বিহাস প্রান্তে সড়ক কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। এর আগে আলিফ লাম মীম ভাটার মোড় পর্যন্ত কার্পেটিং সম্পন্ন ছিলো। যদিও পুরো চার লেন সড়কের অল্প কিছু জায়গায় কার্পেটিং কাজ বাকি রয়েছে। সেগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন, রিথিন এন্টারপ্রাইজের স্বতাধিকারী ঠিকাদার তৌরিদ আল মাসুদ রনি।

অন্যদিকে, আজ সকালে সেই কার্পেটিং কাজ পরিদর্শনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি সড়ক কার্পেটিং কাজ দেখেন।

এসময় উপস্থিত ছিলেন, রিথিন এন্টারপ্রাইজের স্বতাধিকারী ঠিকাদার তৌরিদ আল মাসুদ রনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পিবিএ/মু.তামিম সিফাতুল্লাহ/এসডি

আরও পড়ুন...