বিশ্বে করোনায় আক্রান্ত ২কোটি ৯৪ লাখ ছাড়ালো

পিবিএ ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২কোটি ৯৪ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭২ লাখ ৩১ হাজার ৬৩৩ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৭৭২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ১২ লাখ ৭৩ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৪০ লাখ ২৭ হাজার ৮২৬ জন, ভারতে ৩৮ লাখ ৫৬ হাজার ২৪৬, ব্রাজিলে ৩৬ লাখ ১৩ হাজার ১৮৪, রাশিয়ায় আট লাখ ৭৮ হাজার ৭০০, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৭৯ হাজার ২৮৯, পেরুতে পাঁচ লাখ ৭৩ হাজার ৩৬৪, কলোম্বিয়ায় ছয় লাখ ছয় হাজার ৯২৫, মেক্সিকোতে চার লাখ ৭৫ হাজার ৭৯৫, চিলিতে চার লাখ সাত হাজার ৭২৫, ইরানে তিন লাখ ৪৮ হাজার ১৩, সৌদি আরবে তিন লাখ তিন হাজার ৯৩০, পাকিস্তানে দুই লাখ ৮৯ হাজার ৮০৬, তুরস্কে দুই লাখ ৬০ হাজার ৫৮, জার্মানিতে দুই লাখ ৩৭ হাজার ৫৫০, বাংলাদেশে দুই লাখ ৪৩ হাজার ১৫৫, ইতালিতে দুই লাখ ১৩ হাজার ৯৫০, কাতারে এক লাখ ১৮ হাজার ৯৩১, কানাডায় এক লাখ ২১ হাজার ২২৪, ফ্রান্সে ৮৯ হাজার ৫০৭ জন, ওমানে ৮৩ হাজার ৯২৮ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪২৬ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮৫ হাজার ৫০১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৯ হাজার ৯৮১, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৮০২, সুইজারল্যান্ডে ৩৯ হাজার ৬০০, দক্ষিণ কোরিয়ায় ১৮ হাজার ৮৭৮, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৫৭৮ ও মালয়েশিয়ায় ৯ হাজার ২০৩ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ৩২ হাজার ৬৫৪ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...