রাজশাহীতে বিক্রি হচ্ছে আমদানি ও উৎপাদন নিষিদ্ধ পিরানহা মাছ

পিবিএ,রাজশাহী: রাজশাহীর পাড়া মহল্লায় অবাধে রুপচাঁদা মাছের নাম করে কিছু অসাধু ব্যবসায়ী বিক্রি করছে আমদানি ও উৎপাদন নিষিদ্ধ পিরানহা মাছ।

নিষিদ্ধ পিরানহা মাছগুলো রাজশাহী নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় দেদারসে বিক্রয় করেছে এক প্রকারের অসাধু ব্যবসায়ী। এই অসাধু ব্যবসায়ীগন আমদানি এবং উৎপাদন নিষিদ্ধ পিরানহা বিক্রি করছে।

গোপন খোজে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তে এই মাছ বিক্রি হয়েছে।
আড়ৎটিতে অনেক পরিমাণে আমদানী হয়েছে এই মাছ বলেও জানা গেছে ।

মাছটি রাক্ষুসে স্বভাবের কারণে ও মানুষ খেকো তথায় বিভিন্ন দেশের মতো বাংলাদেশ সরকারও পিরানহা মাছের উৎপাদন, বিপণন ও বিক্রি বাংলাদেশে নিষিদ্ধ করেছে।

২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং ২০১৪ সালের জুন থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পিবিএ/মু.তামিম সিফাতুল্লাহ/এসডি

আরও পড়ুন...