এনএটিপি-২ অনুদান ফান্ডের আওতায়

রায়পুরায় মৎস্য সমিতিকে পিকাপ ভ্যান বিতরণ

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরায় বৃহস্প্রতিবার সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এনএটিপি-২ অনুদান ফান্ডের আওতায় উপকরণ হিসেবে উত্তর বাখানগর মৎস্য সিআইজি সমিতিকে পিকাপ ভ্যান প্রদান করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, এনটিপি-২ প্রকল্পের আওতায় প্রদত্ত অনুদানের সাড়ে ৩ লক্ষ টাকা। ৫ লক্ষ ৩৪ হাজার টাকার গাড়ীটি উত্তর বাখানগর মৎস্য সিআইজি সমিতিকে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোঃ শফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা

পিবিএ/এসডি

আরও পড়ুন...