পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে দুলাভাই এর বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে রিয়াদ হোসেন (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার সীমান্ত ঘেঁষা জগন্নাথপুর গ্রামের পাশ দিয়ে আসা আত্রাই নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ওই শিশুটি আড়ানগড় ইউনিউনের সিঙ্গারুল গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয়দের সুত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই শিশুটি সহ পরিবারের লোকজন তার খালাতো বোনের বাড়িতে বেড়াতে আসেন। ওইদিন দুপুরে খাবার খাওয়ার পরে বাড়ি ফেরার কথা ছিল সবার কিন্তু ওই শিশুটি সহ খালাতো বোনের ছেলে, ভাগিনা ও কয়েজকন সঙ্গী মিলে তারা পাশের আত্রাই নদীতে গোসল করতে যায়। সবাই মিলে গোসল করার এক পর্যায়ে রিয়াদ হোসেন নামের শিশুটি পানির স্রোতে নিচের দিকে তলিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে অনেক রাত অবধি স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, ডুবুরী দিয়ে নদীর বিভিন্ন পাশে খোঁজা-খুঁজি করার পরেও কোন সন্ধান মেলেনি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, শিশুটির এখনো কোন সন্ধান পাওয়া যায় নি, তবে সন্ধান পেতে থানা পুলিশ তৎপর রয়েছে ।
পিবিএ/রেজুয়ান/এসডি