রাজধানী থেকে জঙ্গী সংগঠনের পলাতক সদস্য গ্রেফতার


পিবিএ,ঢাকা: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তওে বিভিন্ন জঙ্গি সংগঠনের মূল হোতা ও সক্রিয় সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনে অভ্যন্তরীন শান্তি শৃঙ্খলারক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তায় অন্য নাম হিসাবে গ্রহণ যোগ্যতা পেয়েছে। কিছু বিপথ গামী লোক ধর্মীয় অপব্যখ্যার মাধ্যমে যুব সমাজকে জঙ্গিবাদের দিকে অগ্রসর করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই সমস্ত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-২ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপনসংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল গত ১৬/০৯/২০২০ইং ২০:১০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলী লিংক রোড, বিজিবি বাজারের পশ্চিম দিকে পাকা রাস্তার উপর হতে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ১। আবু সায়েম@ সিফাত (২৬)কে উগ্রবাদী বই, পরিকল্পনার কাজে ব্যবহৃত ০২ ল্যাপটপ ও ০৩টি মোবাইলসহ গ্রেফতার করে।

গত ১০/০৯/২০২০ তারিখে আনসার আল ইসলামের ০৪ জন শীর্ষ জঙ্গী র‌্যাব-২ কর্তৃক ধৃত হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের পলাতক সহযোগীদের নাম-ঠিকানা ও তাদের পরিকল্পনা উদঘাটনে সক্ষম হয় আভিযানিক দল। তাদের দেয়া তথ্য মতে পলাতক সকল আসমীদের আইনের আওতায় আনার লক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন শ্যামলী লিংক রোড, বিজিবি বাজারের পশ্চিম দিকে পাকা রাস্তার উপর অভিযান পরিচালানা করে আবু সায়েম সিফাত(২৬) কে গ্রেফতার করে। আবু সায়েম সিফাত ও তার সহযোগী পলাতক আসামীরা দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী জিহাদী বই ও প্রচারপত্র নিজেদের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে নিয়োজিত রয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে ধর্মীয় উগ্রবাদী মনোভাব সম্পন্ন যুবকদের জিহাদে উদ্বুদ্ধ করা ও নাশকতা সৃষ্টি করা। তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...