পঞ্চগড়ে মেয়র পদে পৌর যুবলীগের প্রার্থী ঘোষনা

পিবিএ,পঞ্চগড়: আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে পঞ্চগড় পৌর যুবলীগ প্রার্থী ঘোষনা করেছে। বুধবার রাতে পঞ্চগড় শহড়ের উপকন্ঠে রাজনগড় এলাকার পঞ্চগড় কমিউনিটি সেন্টারে কর্মীসভা করে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবীর উজ্জলকে সমর্থন দিয়ে তার নাম ঘোষনা করেছে।

একই সাথে উজ্জলকে আগামি দিনে মেয়র পদে বিজয়ী করতে পঞ্চগড় পৌর যুবলীগের প্রতিটি নেতা কর্মী শপথ নেয়। কর্মীসভায় পৌরযুবলীগের সভাপতি হাসনাত হামিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পৌর আওয়ামীলীগের সভাপতি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফজলুল করিম মুন্না, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম চানু , সদর উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ লায়ন, সাধারন সম্পাদক এডভোকেট আলী আসমান বিপুল সহ ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা আওয়ামীলীগের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষন করে বলেন নয়টি ওয়ার্ডের যুবলীগের নেতা কর্মীরা উজ্জলকে বিজয়ী করার জন্য বিএনপির প্রার্থীকে পরাজিত করতে এক হয়ে কাজ করার অঙ্গিকার করেন।

কাজি আল তারিক তার বক্তব্যে বলেন বার বার এখানে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে এবার পৌর আওয়ামীলীগ সহ পৌরযুবলীগ একাট্টা হয়ে কাজ করে মেয়র পদটি জননেত্রি শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আগামি দিনে পৌর নির্বাচনে কিভাবে কাজ করবে যুবলীগের নেতাকর্মীরা সেই নির্দেশনাও দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে এস এম হুমায়ুন কবীর উজ্জল বলেন নব্বই দশক থেকে ছাত্রলীগের কর্মী হয়ে রাজনীতি শুরু করি।

সেই থেকে একাধিকবার জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে বার বার নেতৃত্ব দিয়েছি। লড়াই সংগ্রাম মামলা হামলা হয়েছে আমার উপর কিন্তু আওয়ামীলীগের রাজনীতি থেকে পিছপা হইনি । বিএনপি জোট সরকারের আমলে ছাত্রলীগের সাধারন সম্পাদক হয়েও একাধিক বার নির্যাতনে স্বীকার হয়েছি। সরকার আমাদের ক্ষমতায় বার বার বিএনপি প্রার্থীদের কাছে আওয়ামীলীগের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছে আওয়ামীলীগ । তবে এবার পঞ্চগড় পৌর এলাকার কৃষক শ্রমিক থেকে সাধারন জনগনের কাছে বিপদে আপদে ছুটে গিয়ে কাজ করেছি । যুবলীগ আমাকে এক বছর পূর্বেও সমর্থন দিয়েছে ।

পৌর যুবলীগ সভাপতি আগামি দিনে উজ্জলকে বিজয়ী করার জন্য প্রতিটি নেতাকর্মীকে কাজ করার নির্দেশ প্রদান করে। তাকে বিজয়ী না করা পর্যন্ত যুবলীগের কর্মীদের মাঠে থাকার আহ্বান জানায় হাসনাত। পৌর এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে নৌকা মার্কার বিজয় ছিনিয়ে নিতে ওয়ার্ড যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করার নির্দেশনা দেন তিনি। সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে নয়টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরা উজ্জল এর পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করে।

পিবিএ/ইনসান সাগরেদ/এসডি

আরও পড়ুন...