চাঁদপুর মতলব মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধে হঠাৎ ভাঙন

পিবিএ,চাঁদপুর: দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প চাঁদপুরের
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে হঠাৎ ভাঙ্গন দেখা দিয়েছে। আতঙ্কিত হাজার হাজার জনতা রাতের অন্ধকারে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে।
মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিরাবাদ সংলগ্ন জনতা বাজার এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে প্রায় ৪০ মিটার ব্লকবাঁধ ঢেবে যায়।রাত আড়াইটা পর্যন্ত প্রায় ৮০ মিটার দৈর্ঘ্য জুড়ে এ ভাঙ্গন বৃদ্ধি পায়।
হঠাৎ মেঘনার ভাঙনে ওই এলাকার হাজার হাজার মানুষ চরম আতঙ্কে রয়েছে । তবে এখন পর্যন্ত বাঁধের ভেতরে পানি প্রবেশ করেনি । বাঁধ রক্ষায় হাজার হাজার আবাল-বৃদ্ধ-বনিতা বাঁশ, গাছ, ডালপালা বালির বস্তা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছেন। অনেক বছর পর ভাঙ্গন দেখা দেয়ায় বেড়িবাঁধ জনপদের মানুষগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, রাতের কোন এক সময়ে বেড়ি বাঁধের একাংশ ভাঙ্গন দেখে যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানায় । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড ও
উপজেলা প্রশাসন কর্মকর্তারা।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সাংবাদিকদের জানান, মতলব উত্তর জনতা বাজার এলাকায় প্রায় ৮০ মিটারে মেঘনার ভাঙ্গন দেখা দিয়েছে । জরুরি ভিত্তিতে ভাঙ্গনস্থান রক্ষায় বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। বর্ষার পানি কমতে শুরু করায় আকষ্মিক এ ভাঙ্গন দেখা দেয়।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করা হয়েছে।
তিনি বলেন,আতঙ্কিত হওয়ার কিছু নেই। আশা করি ভাঙ্গন অংশটি মেরামত হয়ে যাবে।
স্থানিয় সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল খবর পেয়ে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন।

সাবেক উপজেলার চেয়ারম্যান মনজুর আহমেদ জানান, খবর পেয়ে সাথে সাথে প্রশাসনকে জানিয়েছি।জনসাধারন ভাঙ্গন রোধে কাজ করছে।

পিবিএ/মিজান/এসডি

আরও পড়ুন...