অসহায় মানুষের মাঝে

সহায়তার জন্য ব্যবসায়ী ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান

আশরাফুল ইসলাম,গাইবান্ধা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহায়তায় গাইবান্ধা চেম্বার অব কমার্সের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ১৯ সেপ্টেম্বর শনিবার চেম্বার ভবনে ত্রান সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এসময় উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মকছুদার রহমান শাহান, চেম্বারের সাবেক সভাপতি মো: আবুল খায়ের মোরছেলিন, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, নুর এ হাবিব টিটন, শহিদুল ইসলাম শান্ত, মোস্তাক আহম্মেদ রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির ফুল, সাইদুর রহমান বাবু, কামাল হোসেন, নওশের আলম, খান মো: সাইদ হোসেন জসিম, হাসান মাহমুদ জনি, আব্দুস সবুর সরকার, পিন্টু ভট্টাচার্য, তৌহিদুর রহমান মিলন, সচিব জিয়াউল হক কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় হুইপ বলেন, সরকার সকল দূর্যোগ সক্ষমতার সাথে মোকাবেলা করেছে। বন্যায় অসহায় ও দুঃখী মানুষের মাঝে সহায়তার জন্য ব্যবসায়ী ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

পিবিএ/এসডি

আরও পড়ুন...