আশরাফুল ইসলাম,গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ৪নং বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত জায়গায় আদালত কর্তৃক কমিশন গঠন করা হয়েছে উক্ত কমিশন ১৯ সেপ্টেম্বর সরেজমিনে পরিদর্শন করেছেন ।
কমিশন হিসাবে আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত ছিলেন, এ্যাডভোকেট তাছনিম বেগম মিলা।
বাদি পক্ষের আইনজীবী হাফিজুর রহমান ফারুক, এ্যাড, হেলাল উদ্দিন মন্ডল, বিবাদী পক্ষের আইনজীবী হিসাবে শামছুল আলম প্রধান (সিনিয়র আইনজীবী গাইবান্ধা) রফিকুল ইসলাম প্রধান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থেকে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী থানার এস আই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স।
কমিশনের সময় আরো উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক এমপির পুত্র ও প্রফেসর ড.লুতিফুর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান, গোপাল গোবিন্দ তালুকদার সহ অত্র এলাকাবাসী।
পিবিএ/এসডি