পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে দুলাভাই এর বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠলো রিয়াদ হোসেন (১২) নামের শিশুর অর্ধগলিত লাশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে পাশ্ববর্তী উপজেলা পত্নীতলার আবেদা পাড়া এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেন থানা পুলিশ।
নিহত ওই শিশু ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সিঙ্গারুল গ্রামের কৃষক মো. মোশারফ হোসেনের ছেলে।
জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রিয়াদ হোসেন ও তার জমজ ভাই জিহাদ হোসেন উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত চৌঘাট জগন্নাথপুর এলাকায় খালাতো বোনের বাড়িতে বেড়াতে যান। পরে ১৭ তারিখ তারা দুইজনসহ স্থানীয় আরো কয়েক শিশু মিলে আত্রাই নদীতে দুপুর সময়ে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রিয়াদ হোসেন (১২) নামের শিশুটি পানির স্রোতে নীচের দিকে তলিয়ে যায়। পরে ওইদিন ফায়ার সার্ভিস টিম ও ডুবুরী দিয়ে শিশুটিকে অনেক খোঁজা-খুঁজির পরে কোন সন্ধান না মেলেনি। পরে ণিখোঁজের তিনদিনপর ২০-সেপ্টেম্বর সকালে পত্নীতলা উপজেলার আবেদা পাড়া এলাকার পাশের আত্রাই নদীতে তার লাশ দেখতে পেলে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ওই লাশটি উদ্ধার করেন।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি