পিবিএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন মনির মার্কেট এলাকায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘাতককে আটক করেছে উখিয়া থানা পুলিশ। ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান (২৭) মৃত নুরুল কবিরের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জায়গা-জমি কাগজপত্র নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই রিপন (৪২) আচমকা কিরিচ দা নিয়ে ছুটে এসে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খুনি রিপন একই ভাবেই পিতা -মাতাকেও খুন করেছে।
রবিবার সকাল ১০টায় PBAএর একটি দল ঘটনা স্থল পরিদশন করে। সাংবাদ কর্মীর উপস্থির খবর পেয়ে ছুটে আসে চেয়ারম্যান সহ এলাকার মানুষ। তখন এলাকার মানুষ PBA সংবাদ কর্মীদের জানাই বিগত ২বছর আগে একই ভাবেই তার মা কেও হ্যতা করেছিল।
খুনি রিপন চুর ডুকছে বলে তার মা-কে হ্যতা করেছিল।
এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান অধক্ষ শার্হ আলম থেকে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন ধরে জগড়া লাগছিল তাদের পারিবারিক জমি নিয়ে আমি অনেকবার সমাধান ও করে দিয়েছিলাম এবং তার চেয়ে দুংখের বিষয় হলো রিপন ছিল পেশাদারি খুনি তার নামে বেশ কয়েকটা মামলাও রয়েছে থানায়।
আরও এই ঘটনার জানান,
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরজিনা আক্তার মরজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `খুনীকে অবশ্যাই আইনের আওতায় আনা হবে।
পিবিএ/সাইদুল ইসলাম ফরহাদ/এসডি